পালিয়ে আসা যুবকের কারনে লালমোহনে ৯ টি ঘর লকডাউন

তপতী সরকার, লালমোহন, আমাদের ভোলা.কম।

ভোলার লালমোহনে ৯টি ঘর লকডাউন করা হয়েছে । করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে জরুরী এ ব্যবস্থা নিয়েছে লালমোহন উপজেলা প্রশাসন । ঢাকার নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত একটি বাড়ি থেকে এক যুবক পালিয়ে আসার পর নিজ গ্রামের বাড়ি ‘লকডাউন’ করা হয়।
ওই যুবকের করোনা সংক্রমণ থাকতে পারে সন্দেহে ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসন বাড়ি লকডাউন করে দেয়।
পালিয়ে আসা যুবককে আলাদা ঘরে রাখার পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পৌর ৯ নম্বর ওয়ার্ডের কালাগাজী বাড়িটিও লকডাউনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি জানান, ঢাকার নারায়ণগঞ্জ থেকে পালিয়ে আসা যুবকের নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগকে বলা হয়েছে। যতদিন পর্যন্ত ওই যুবককে চিকিৎসকরা নিরাপদ মনে না করবেন, ততদিন পর্যন্ত পুরো বাড়ি লকডাউনে থাকবে। এ জন্য সেখানে দুইজন গ্রাম পুলিশকে সার্বক্ষণিক মোতায়েন করা হয়েছে।
তিনি আরো জানান, সকালে নারায়ণগঞ্জ থেকে এসে ওই যুবক নিজ বাড়িতে আত্মগোপনে ছিলো, তাকে খুঁজে বের করে লকডাউন করা হয়।
এদিকে করোনা সন্দেহে বাড়ি লকডাউনের খবরে উপজেলার ওই এলাকাটিতে নতুন করে শঙ্কার সৃস্টি হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।