নির্মাণ শ্রমিক লীগ ভোলা জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন
বিশেষ প্রতিনিধি , আমাদের ভোলা.কম।
মহান মে দিবস ২০১৯ কে সামনে রেখে বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগ ভোলা জেলা কার্যালয়ের শুভ উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামিলীগ সভাপতি মোঃ মোশারেফ হোসেন।
আজ বিকেলে হাজী শামসুদ্দিন আহমেদ মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত নির্মাণ শ্রমিক লীগ কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর আওয়ামিলীগ সাধারণ সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ, জেলা নির্মাণ শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মোঃ মহসিন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক আবিদুল আলম, ধনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারুন হাওলাদার, আওয়ামীলীগ নেতা মোয়াজ্জেম হোসেন, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন লিটন, জেলা যুবলীগের সহসভাপতি মোঃ কবির হোসেন, যুবলীগ নেতা বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মোশারেফ হোসেন লাবু, জেলা যুবলীগের সহসম্পাদক রাজ্জাক হোসেন শিমুল প্রমুখ।এছাড়া বাংলাদেশ নির্মাণ শ্রমিক লীগের জেলা কমিটির নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক নির্মাণ শ্রমিক জনতা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্মাণ শ্রমিক লীগ সভাপতি নাজিউর রহমান নাজু।
নির্মাণ শ্রমিক লীগ নেতারা জানান আগামী এক মে মহান মে দিবসে তারা বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভার আয়োজন করেছে।