নতুন আইজিপি বেনজীর আহমেদ এর দায়িত্ব গ্রহন, ভোলা পুলিশ সুপারের অভিনন্দন
ইয়াছিনুল ইমন, সম্পাদক, আমাদের ভোলা .কম।
ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) আইজিপি হিসাবে (ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ) দায়িত্ব নিয়েছেন। দায়িত্ব গ্রহনের আগে ১৫ এপ্রিল বুধবার ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার)-কে আনুষ্ঠানিকভাবে আইজিপি ব্যাজ পরিয়ে দেন-স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিদায়ী আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) সহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
নুতন আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর দায়িত্ব গ্রহনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভোলা পুলিশ সুপার সরকার মো: কায়সার । ১৫ এপ্রিল সরকার মো: কায়সার তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে নুতন আইজিপি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) মহাদয়ের র্যাঙ্ক ব্যাজ পরানোর ছবিটি দিয়ে লিখেন “এই শুভ মুহুর্তে আমি বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল, দূরদর্শী, আইকনিক এবং গতিশীল পুলিশ নেতাকে অভিনন্দন জানাতে চাই। আন্তরিক অভিনন্দন স্যার ….