দৌলতখানে কাবাডি ও ভলিবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্টিত

জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।
ভোলার দৌলতখান উপজেলায় মাধ্যমিক স্কুল পর্যায়ে সুকদেব স্কুল মাঠে অনুষ্ঠিত হলো জিজেইউএস কাবাডি ও ভলিবল এর ফাইনালখেলা। ফাইনাল খেলায় ভলিবলে জয়নগর বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় সুকদেব মদন মোহন স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর কাবাডি খেলায় চরগুমানি মাধ্যমিক বিদ্যালয় নলগোড়া শরীফ বাড়ি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের ক্রিড়া ও সাংস্কৃতিক কর্মসুচির আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করে।
পরে স্কুল মাঠে পুরস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি মোঃ ফয়সেল। সুকদেব স্কুলের প্রধান শিক্ষক নাজমুল হোসেন হারুন এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবির, অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক মো আহসান উল্লাহ ও সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোঃ আলমগির হোসেন। আলাচনা শেষে বিজয়ি ও রানার আপদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। খোলায় ১৬টি মাধ্যমিক বিদ্যালয় অংশ নেয়।