তজুমদ্দিন উপজেলা চেয়ারম্যানকে প্রেসক্লাবের শুভেচ্ছা
মো: ফারুক , তজুমদ্দিন সংবাদদাতা , আমাদের ভোলা.কম।
তজুমদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন দুলালের প্রথম কার্যদিবসে শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। সোমবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, প্রেসক্লাব সভাপতি রফিক সাদী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন লিটন, সহ-সভাপতি এম,নুরুন্নবী, মঈনুদ্দিন, সাবেক সভাপতি গাজী আঃ জলিল, সাবেক সাধারণ সম্পাদক শরীফ আল আমীন, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক, যুগ্ম-সম্পাদক এম এ হান্নান, কোষাধ্যক্ষ আক্তার হাওলাদার, সদস্য মনির নয়ন, মোঃ সেলিম রেজা, মোশারফ হোসেন, মোঃ কবির হোসেন প্রমুখ। গত ৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনে জেলা আ’লীগ নেতা আলহাজ্ব মোশারেফ হোসেন দুলাল স্বতন্ত্র প্রার্থী হয়ে বিজয়ী হন। ২৫ এপ্রিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণের পর এটি তার প্রথম কার্যদিবস। তাকে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন শুভেচ্ছা জানান।