তজুমদ্দিনে ড্রেজার ব্যবসায়ীকে পিটিয়ে টাকা ছিনতাই
সাইফুল ইসলাম সাকিব, তজুমদ্দিন প্রতিনিধি।
উপজেলার ছোট ডাওরী মুচিবাড়ি কোনা এলাকায় মাটি কাটার ড্রেজার ব্যবসায়ীকে মারপিট করে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আহত ব্যবসায়ীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা গেছে, শম্ভুপুর ইউনিয়র উত্তর যুবলীগ প্রচার সম্পাদক ও ড্রেজার ব্যবসায়ী মোঃ কামাল ফরাজী (৪৮) বুধবার সন্ধ্যায় বাড়ী পেরার পথে ছোট ডাওরী মুচিবাড়ি কোনা গোলকপুর রাজকুমার সরকারী প্রাথমিক বিদ্যালেয় সামনে মারপিট করে ৩২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন কামাল ফরাজী জানান, চাঁদপুর ইউনিয়নের মাহারকান্দি গ্রামের মোঃ নিরবের ছেলে মোঃ রাসেল, মৃত আবুল কালামের ছেলে মোঃ নিরব মিলে ও নিরবের মা সুফিয়া ও নিরবের খালা মিলন বেগম সহ এলোপাতাড়ি মারপিট ও জখম করে টাকা ছিনিয়ে নেয়। কামাল আরো জানান, আঃ গফুরের কাছ থেকে ১০ হাজার, নুরনবীর কাছ থেকে ১২ হাজার ও পরিমলের কাছ থেকে ১০ হাজার টাকা ড্রেজারে মাটি কাটার জন্য বায়না বাবত এনেছিল। তজুমদ্দিন থানার উপ-পুলিশ পরিদর্শক জসিমউদ্দিন খান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।