ঢাকায় বাস চাপায় ৩ জন নিহতের ঘটনায় পলাতক বাস চালক ভোলায় আটক
অনলাইন ডেস্ক, আমাদের ভোলা।
রাজধানীর উত্তরায় কাভার্ডভ্যান চাপায় ৩জন নিহত ঘটনার সেই গাড়ি চালক বশির হাওলাদারকে গ্রেফতার করে ভোলায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮।
বশির হাওলাদার লালমোহন উপজেলার নাসির হাওলাদারের ছেলে। সে দীর্ঘদিন ধরে ঢাকায় কাভার্ডভ্যান চালক হিসেবে কাজ করে আসছে।
১৫ এপ্রিল দিবাগত ১টায় একটায় লালমোহন উপজেলার বালুচর এলাকার নতুন বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাবের সহকারী পুলিশ সুপার শাহাবুদ্দিন আহমেদ জানান বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলতেছে।