ট্রাফিক পক্ষ উপলক্ষে দৌলতখানে পুলিশের বিভিন্ন কার্যক্রম

রোমানূল ইসলাম সোহেব, আমাদের ভোলা.কম।
ট্রাফিক আইন মেনে চলি ” হেলমেট পরিধান করি নিরাপদে বাড়ী ফিরি “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ভোলার দৌলতখানে পুলিশের ট্রাফিক পক্ষ ২০১৯ উপলক্ষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ যানবাহন জব্দ এবং কাগজপত্রবিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স ব্যতিত চালক, ত্রুটিপূর্ন যানবাহন আটক সহ অবৈধ মাদক উদ্ধারের লক্ষে গত ১৭ এপ্রিল পুলিশের ট্রাফিক পক্ষ ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ শনিবার দৌলতখান উপজেলার বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়েছে এ সময় একাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা কাগজ পত্র চেকিং সহ একাধিক হেলমেটবিহীন মটরসাইকেল ড্রাইভারদেরকে হেলমেট দেওয়া হয় এর আগে শুক্রবার রাতে দৌলতখান থানা পুলিশের উদ্যোগে মাদক বিরোধী হোন্ডার মহড়া অনুষ্ঠিত হয়ে মহড়াটি দৌলতখানের পৌর শহরের মেইন মেইন সড়ক পদক্ষিন করে থানায় এসে শেষ হয় এ বিষয় দৌলতখান থানার অফিসার ইন-চার্জ এনায়েত হোসেন জানান ১৭ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত পুলিশের ট্রাফিক পক্ষ রয়েছে তারই ধারাবাহীকতায় আজ শনিবার একাধিক যানবাহনের বিরুদ্ধে মামলা এবং একাধিক হেলমেটবিহীন মটরসাইকেল ড্রাইভারদেরকে হেলমেটের গুরুত্বপূর্ণ বিষয় আলোচনে করে তাদের কে একটি করে হেলমেট দেওয়া হয় এবং মাদকের সাথে জড়িত এ সকল লোককে ধরিয়ে দিলে পুরস্কৃত করা হবে বলে আশ্বাস দেন তিনি।