চাকুরী স্থায়ী করনের দাবীতে ভোলায় ন্যাশনাল সার্ভিসকর্মীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাজী মহিবূল্লাহ আযাদ , আমাদের ভোলা.কম।

চাকরি স্থায়ী করার দাবিতে ভোলায় মানববন্ধন করেছে ন্যাশনাল সার্ভিস কর্মীরা। জেলা প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদ এর ভোলা জেলা শাখার কমিটির সদস্যরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেছে নেতৃবৃন্দ।
এসময় ন্যাশনাল সার্ভিস এর সদস্যরা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডীল সদস্য ও ভোলা-১ আসনের এমপি তোফায়েল আহমেদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। পরে তিনি ন্যাশনাল সার্ভিসের কর্মীদের দাবীগুলো জাতীয় সংসদে উত্থাপন করবেন বলে জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বেকার শিক্ষিত যুবকদেরকে বিভিন্ন অপকর্ম থেকে বিরত রাখতে সরকার ন্যাশনাল সার্ভিস চালু করেছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থানের লক্ষে বর্তমান সরকারের কর্মসূচী ন্যাশনাল সার্ভিসের সকল পর্ব স্থায়ীকরণের জন্য প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছি।
এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ন্যাশনাল সার্ভিস একতা পরিষদের ভোলা সদর উপজেলার সভাপতি আসিফ আলম ফিরোজ, সাধারন সম্পাদক হুমায়ুন কবীর কচি, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।
এসময় সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে উপজেলার ৬০০ জন জন কর্মী অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুন থেকে ২০১৮ সালের ৩১ মে পর্যন্ত মাসিক ৬ হাজার টাকা বেতনে দু’বছর মেয়াদে ওই চুক্তিভিত্তিক নিয়োগ করেছিল যুব উন্নয়ন অধিদপ্তর।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।