চরফ্যাশনে ১৪ দিন পর পোড়া দুই লাশের মাথা উদ্ধার

বিশেষ প্রতিনিধি,আমাদের ভোলা।

চরফ্যাশনে গলা কাটা পোড়া দুই লাশের মাথা উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার আসলামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঘটনাস্থল থেকে এক হাজার গজ উত্তরে জনৈক মহিবুল্লাহর বাড়ীর বাথরুমের ট্যাংকি থেকে মাথা দুইটি উদ্ধার করা হয়েছে।

চরফ্যাশনে ১৪ দিন পর পোড়া দুই লাশের মাথা উদ্ধারচরফ্যাশনে ১৪ দিন পর পোড়া দুই লাশের মাথা উদ্ধার

উল্লেখ,গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রিজের পাশের ভুঁইয়াগো বাগান থেকে মাথা বিহীন ২ টি পোড়া লাশ উদ্ধার করে চরফ্যাশন থানা পুলিশ। দুর্বৃত্তরা এই বাগানে গলা কেটে দুই যুবককে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। ওই সময় মস্তকবিহীন পোড়া লাশ দুটি দেখে চরফ্যাশন থানার পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

এ ঘটনায় এস আই নুরুজ্জামান বাদী অজ্ঞাত আসামী করে হত্যা মামলা করেন।

ওসি মনির হোসেন মিয়া জানান, জিজ্ঞাসাবাদের জন্য নারী-পুরুষসহ ৭ জন কে আটক করা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি ।মাথা দুটি ডিএন এ টেস্টের জন্য পাঠানো হবে। খুবই শ্রীঘ্রই লাশের পরিচয় এবং ঘটনার মূল রহস্য উদঘাটিত হবে বলে জানান এই কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।