চরফ্যাশনে এক স্ত্রীর দু’স্বামী, অতপর: অনশন, আটক
জাফর ইকবাল, অমাদের ভোলা.কম।
চরফ্যাশনে এক স্ত্রীর দুই স্বামী, বউ’র দাবীতে দ্বিতীয় স্বামীর বাসায় প্রথম স্বামীর অনশন করেছে। উভয়ের মধ্যে মারধরের ঘটনায় ৩ জনকে আটক করেছে চরফ্যাশন থানা পুলিশ। থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল বাকেরগঞ্জ থানার কৃষ্ণকাটি গ্রামের শুক রঞ্জন মৃধার মেয়ে দিপু রাণী মৃধাকে একই গ্রামের নান্টু ঢালী গত ২০মার্চ হিন্দু সম্প্রদায়ের বিধান মতে রেজিষ্টারী মুলে বিবাহ বন্ধনে অবাদ্ধ হয়। নান্টু ঢালী আর এফ এল কোম্পানি ভোলার চরফ্যাশনে কর্মরত রয়েছেন। এই সুবাধে স্ত্রীকে নিয়ে পৌরসভা ৫নং ওয়ার্ড বাসা ভাড়া নিয়ে বসবাস করছে। গত শুক্রবার সন্ধ্যা বাখেরগঞ্জ থানার চরাদি গ্রামের বিকাশ হাওলাদার স্ত্রীকে পাওয়ার দাবীতে নান্টু ঢালীর চরফ্যাশন ভাড়ায় বাসা এসে উঠে। দিপু রাণীকে বিবাহিত স্ত্রী দাবী করলে নান্টু ঢালীর সাথে কথার কাটা কাটি হয়। একপর্যায় মারধরের ঘটনাও ঘটে। পরে স্থানীরা থানা পুলিশকে খবর দিলে পুলিশ শুক্রবার রাত ১টায় দিপু রাণীসহ প্রথম স্বামী নান্টু ঢালী ও দ্বিতীয় স্বামী বিকাশ হাওলাদারকে আটক করে থানা নিয়ে আসে।
চরফ্যাশন থানা ওসি (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ^াস বলেন, পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল পৌরসভা ৫নং ওয়ার্ড নান্টু ঢালীর ভাড়া বাসা থেকে ৩ জনকে আটক করে। কে আসল স্বামী, আর কে নকল স্বামী যাচাইর জন্য উভয় পক্ষের পরিবারকে খবর দেয়া হয়েছে। তবে বিকাশ হাওলাদার গত ২৫ ডিসেম্বর ১৮ইং হিন্দু ধর্মে মতে বিবাহ করেছে বলে দাবী করছেন।