করোনা আমাদের কে যে সব অভূতপূর্ব দৃশ্য দেখার সুযোগ করে দিলো
হাসনাঈন তাসলিম, বিশেষ প্রতিবেদক, আমাদের ভোলা.কম
করোনা আমাদেরকে যে সব অভূতপূর্ব দৃশ্য দেখার সুযোগ করে দিলো তাঁর মধ্যে মুসলিমদের সার্বিক তত্বাবধানে হিন্দু শবদেহের সৎকার অন্যতম। করোনার ছোবলে বাংলাদেশে অনেক অমুসলিমও মারা যাচ্ছেন কিন্তু আতংকের কারণে আত্মীয়- স্বজনদের পাশে না থাকার করুণ দৃশ্য এক্ষেত্রেও বিদ্যমান। অথচ মৃত্যু হয়ে গেলে জীবিতগণ কর্তৃক যথানিয়মে শেষকৃত্য পাওয়াটা মৃতের প্রথম অধিকার। তাই দায়িত্বের ডাকে সাড়া দিয়ে মুসলিম এনজিও আল-মারকাজুল ইসলামী ও নারায়ণগঞ্জ সিটির কাউন্সিলর জনাব খোরশেদ আলমের টীম দ্রুত এগিয়ে এসেছে। তাঁরা মুসলিমদের দাফনের পাশাপাশি, হিন্দু মৃতদের দাহকরণেও নিরলস কাজ করে যাচ্ছেন।
যথাবিহীত ধর্মীয় শাস্ত্রাচার পালনে দুজন পুরোহিতও নেয়া হয়েছে। এমনকি মুখাগ্নি করতে যদি কোন স্বজন না পাওয়া যায়, তাহলে পুরোহিতদের নির্দেশনা অনুযায়ী তাঁরা সেটাও করে দিচ্ছেন।
এভাবে মনুষ্যত্বের প্রয়োজনে ধর্মীয় সব বিভেদ, কঠিন দেয়াল, অস্পৃশ্যতাকে দূরে ঠেলে আবারও প্রমাণ হলো– “মানবতাই শ্রেষ্ঠ ❤️👌❤️”