কবি মোঃ আঃ কুদদূস এর ” বৈশাখী ঝড়ে “

বৈশাখী ঝড়ে, ঝড়ে পড়ে,
ঝড়ঝড় করে, যা নড়েবড়ে।
আমারও ভাঙে, মনের গাঙে,
নানান ঢঙে, রঙ-বেরঙে।

উতলা ঝড়ে, ভেঙ্গে পড়ে,
নিত্য ভোরে, ঘুমের ঘোরে।
তবুও হাসি, হয়ে বনবাসী,
বাজায়ে বাঁশি, নিভৃতে বসি।

কখনও বৃষ্টি, উল্লাস সৃষ্টি,
জম্মে কৃষ্টি, যা মনের তুষ্টি।
তাই তো ভাবি, হারিয়ে সবি,
আমি অভাবী, নিঃস্ব কবি।

বৈশাখী ঝড়ে, কাঁপে থরেথরে,
তবু মনে পড়ে, যে আছে দূরে।
যদি হুড়মুড়ে, ভাঙিয়া পড়ে,
আঘাত করে, মাথার ‘পরে।

এবারের বৈশাখে, মনের শাখে,
ধূসর পাখে, কষ্টগুলো মাখে।
আঁধারে ঢাকে, দিনের ফাঁকে,
ভয়েরা থাকে, মনের ডাকে।

ঝড়ো বৈশাখে, লুকায়ে রাখে,
ক্লান্ত কাখে, বেদনার বুকে।
ক্ষণে ক্ষণে মোর, খুলিয়া দোর,
উঁকি দেয় তোর, মমতার চাদর।

১১ এপ্রিল ২০১৯
ঢাকা

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।