কবি মোঃ আঃ কুদদূস এর “ নববর্ষ ”

বাঙালির উৎসবে
প্রাণের অনুভবে
বছর ঘুরে আবার এলো নববর্ষ।
বৈশাখী প্রভাতে
জীর্ণতা কাটাতে
চারদিকে ছড়াল আনন্দ-হর্ষ।
পহেলা বৈশাখে
নতুন ঐ পোষাকে
শহর-গাঁয়ে ঘরে ঘরে নতুন আমেজ।
আজি গেছে কেটে
রুদ্ধ দ্বার ফেটে
সংশয়, দ্বন্ধ; প্রকৃতি হয়েছে সতেজ।
হিন্দু কি মুসলমান
বৌদ্ধ কি বা খ্রিস্টান
সবার তরে আজ ভাগ বাটোয়ারা সমান।
বাঙলার সবুজ প্রান্তর
বাঙালি নিরন্তর
শত শোক তাপ দূর হয়ে যাক হতে এ প্রাণ।
কেটে যাক সব খরা
লাল সাদার হোক ধরা
হৃদয় ভরে যাক মোদের খাঁটি মমতায়।
ভুলে পচা অতীত
গাহি একতার গীত
অনাবিল সুখ ছুঁয়ে যাক সকলের হৃদয়ে।
মুছে যাক মূঢ়- জড়তা জীবন পাক পূর্ণতা
সবে মিলে গাই মানবতার নতুন গান।
আজি নববর্ষে
নতুন জীবাদর্শে
বাংলাদেশ ফিরিয়া পাক তাহার নবপ্রাণ।
১৩ এপ্রিল ২০১৯ ঢাকা