কবি মোঃ আঃ কুদদূস এর “ নববর্ষ ”

বাঙালির উৎসবে

প্রাণের অনুভবে

বছর ঘুরে আবার এলো নববর্ষ।

বৈশাখী প্রভাতে

জীর্ণতা কাটাতে

চারদিকে ছড়াল আনন্দ-হর্ষ।

পহেলা বৈশাখে

নতুন ঐ পোষাকে

শহর-গাঁয়ে ঘরে ঘরে নতুন আমেজ।

আজি গেছে কেটে

রুদ্ধ দ্বার ফেটে

সংশয়, দ্বন্ধ; প্রকৃতি হয়েছে সতেজ।

হিন্দু কি মুসলমান

বৌদ্ধ কি বা খ্রিস্টান

সবার তরে আজ ভাগ বাটোয়ারা সমান।

বাঙলার সবুজ প্রান্তর

বাঙালি নিরন্তর

শত শোক তাপ দূর হয়ে যাক হতে এ প্রাণ।

কেটে যাক সব খরা

লাল সাদার হোক ধরা

হৃদয় ভরে যাক মোদের খাঁটি মমতায়।

ভুলে পচা অতীত

গাহি একতার গীত

অনাবিল সুখ ছুঁয়ে যাক সকলের হৃদয়ে।

মুছে যাক মূঢ়- জড়তা জীবন পাক পূর্ণতা

সবে মিলে গাই মানবতার নতুন গান।

আজি নববর্ষে

নতুন জীবাদর্শে

বাংলাদেশ ফিরিয়া পাক তাহার নবপ্রাণ।

১৩ এপ্রিল ২০১৯ ঢাকা

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।