কবি মোঃ আঃ কুদদূস এর ” আলো “

আলেয়ার আলোতে- সুখের পরশে,
তুমি আজিকে আত্মহারা;
নীল আকাশের বুকে- সূর্য একটি,
যদিও আলো দেয় লক্ষ তারা।

লক্ষ তারার আলোয়ে- বাঁচে না প্রাণ,
বসুধা হয় বিরাণ মরুভূমি,
সূর্য যদি না জাগে, ধরা মরে গিয়ে,
সব হয় জরা; যথা-তুমি।

তারকার লোভে-আকাশ বিচরণে,
অনুসন্ধানে অনন্ত সুখ,
সেদিন আসবেই-ব্রীড়ায় গুজিবে,
ভালোবাসার মায়াবী মুখ।

আলো ফেরি করে বিলায় সর্বজনে
স্থির লক্ষ্যে বসি সূর্য
রাত-বিরাতে, বহু তারার সাথে,
লভিবে না সুর- সুখের তূর্য।

আলোর মায়ায়-কত অজানা দ্বারে,
করাঘাত করে চলো তুমি,
ধার করা আলো কে দিবে ধার তবে?
না চিনিলে আলোর উৎস ভূমি।

শাশ্বত আলোর অনুপম অনুরাগে
পশ্চাতে ফেলিয়া আঁধার
আলোর পথের দিশারী হও তুমি
ভুলে আলো ঐ লক্ষ তারার।

২২ এপ্রিল ২০১৯ খ্রিঃ
ঢাকা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।