কবি মোঃ আঃ কুদদূস এর “ অচেনা মায়া “

খুব ভালো লাগে-

তোমার ইনিয়ে বিনিয়ে কথা বলা

আর বড় চোখের নির্লীপ্ত চাহনি।

কী অদ্ভূত মায়া জড়ানো!

প্রকৃতির অকৃপণ দানে ধন্য মানবী।

নিভৃত দৃষ্টিতে আহত হই –

আমি অজানায় হারাই

অচেনা মায়া টানে

অপলক আকাশ দেখি

আর দেখি সুদীর্ঘ গ্রীবাদেশ।

কখনো তুমি সাগরের মত উদার,

কখনো হয়তো নিরব ধূসর মরুভূমি

আবার কখনো ঘূর্ণি বায়ুর মত উতালা,

স্ফীত বুকে রেশমি চুলের আনাগোনায়-

কী অপূর্ব তুমি!

আমি নিষ্পলক উদাসী হই-

তোমার মুচকি হাসির ভাষায়

না বলা গল্পের কথায়

রাত-বিরাতের অনুভূতির পাখায়

একসাগর স্বপ্নের রঙিন পাতায়।

তোমাকে বিধ্বস্ত করে দিতে

তোমাতে বিপর্যস্ত হতে

বৈশাখী ঝড়ে নিশ্চিহ্ন- বিলীন হতে

দূর অজানার কৃষ্ণচূড়ার সবুজ শাখে

দাঁড়কাকের মত- একাকী প্রতীক্ষারত।

প্রতিনিয়ত গানের কথা লিখি

কবিতা খুঁজি

কবিতার মাঝে অবগাহন করি

শুধুই তোমাকে ভেবে ভেবে।

আমার অফুরন্ত সময়ের ডানায়-

শুধু তুমিই জুড়ে থাকো অবিরত

অনাগতকালের অন্তহীন অনুরাগে।। ৩ এপ্রিল ২০১৯ ঢাকা।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।