কওমী মাদ্রাসার এতিম,দু:স্থদের জন্য অনুদানের চেক হস্তান্তর করলেন এমপি মুকুল
নীল রতন দে, আমাদের ভোলা.কম:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ১৫ টি কওমী মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত ১ লাখ ৮০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেছেন ভোলা-২ (বোরহানউদ্দিন- দৌলতখান)আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। বুধবার বিকালে দেহিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে মাদ্রাসার পরিচালকদের হাতে তিনি ওই অনুদানের চেক তুলে দেন। পরিচালকদের পক্ষে মাও. মো. মিজানুর রহমান অনুদানের চেক গ্রহণ করেন।
চেক হস্তান্তরের পর পর সাংসদ করোনা ভাইরাসের কারণে কর্মহীণ হয়ে পড়া উপজেলার ৬৫ জন ডেকোরেটর কর্মীর মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
ওই সময় পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও(ভারপ্রাপ্ত)মো. বশির গাজী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ উপস্থিত ছিলেন।
ইউএনও মো. বশির গাজী জানান,পবিত্র মাহে রমজান উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার ১৫ টি মাদ্রাসার এতিম ও দু:স্থ শিক্ষার্থীদের ওই টাকা জন্য বরাদ্দ করেছেন। মাদ্রাসার পরিচালকদের টাকা উত্তোলন করে শিক্ষার্থীদের হাতে টাকা পৌঁছে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।