দৈনিক ভোলার বানীর আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালিত
অয়ন চৌধুরী , অমাদের ভোলা.কম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দ্বীপজেলা ভোলার জনপ্রিয় আঞ্চলিক পত্রিকা দৈনিক ভোলার বানীর আয়োজনে, আলোচান সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।১৭ মার্চ সন্ধা ৭টায় ভোলার বানীর উকিল পাড়া মঞ্জুর প্রোপার্টিজ বিল্ডিং এর দৈনিক ভোলার বানী পত্রিকার প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ভোলার বানী পত্রিকার সম্পাদক মুহাম্মদ মাকসুদ রহমানের সভাপতিত্বে,সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভোলা সদর উপজেলা আ’লীগের সভাপতি মোশারেফ হোসেন। বিশেষ অতিথি জেলা আ’লীগের যুগ্ন সাধারন সম্পাদক এনামুল হক আরজু,জেলা আ’লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম বিশিষ্ট শিক্ষাবিদ ও সাবেক অধ্যক্ষ প্রফেসর এম ফারুক আহমেদ,ভোলা জেলা প্রেসক্লাবের সাবেক আহবায়ক ও এম এ তাহের, (বাসস) এর জেলা প্রতিনিধি মোঃনিরব মোল্লা, প্রেসক্লাবের সাবেক সহসভাপতি মোঃ ওমর ফারুক,মোকাম্মেল হক মিলন,জেলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি সামসুল আলম মিঠু,সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন,শাহবাজপুর জেনারেল হাসপাতালের পরিচালক আবদুস শহীদ তালুকদার, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি ও ভোলা নিউজ.কম সম্পাদক এ্যড: মনিরুল ইসলাম,দৈনিক ভোলার বানী পত্রিকার নির্বাহী সম্পাদক জে আই সবুজ ভোলা জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক ভোলার বানী পত্রিকার স্টাফ রিপোটার মাহমুদুল হাসান ফাহাদ,ও সাংগঠনিক সম্পাদক ইয়ামিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের জিবনের বিভিন্নদিক আলোচনা করেন এবং আজকের স্বাধীন বাংলাদেশের সপ্নদ্রষ্টা হিসেবে উল্লেখকরে তাহার প্রতি সৃতিচারন ও রুহের মাগফিরাত কামনা করেন দৈনিক ভোলার বানী পত্রিকার রিপোটার এম রহমান রুবেলের উপস্থাপনায়,অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক তৃতীয় মাএা জেলা প্রতিনিধি ও আমাদের ভোলা.কম এর সম্পাদক ইয়াছিনুল ঈমন , নতুন সময় প্রতিনিধি আলআমিন তাওহীদ, জার্নালিস্ট ফোরামের সভাপতি এ্যড:শাহিন কাদের,ইমরান হোসেন ইমু, মাহেয়ালম,মোঃজামিল,মোঃ ওমর, মোঃআরিফ,,শফিক আহমেদ,অয়ন চৌধুরি ওমোঃএরশাদ।
অয়ন চৌধুরী , আমাদের ভোলা.কম।