চরফ্যাশনে জমিজমাকে কেন্দ্র করে হামলা, আহত-৬

চরফ্যাশন প্রতিনিধি: আমাদের ভোলা.কম

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নের ৬নং ওয়াডের্র গওহর আলি হাওলাদার বাড়িতে পৈত্রিক সম্পত্তিতে ঘর উত্তলনকে কেন্দ্র করে একই এলাকার হোসেন আলি বাহিনির হামলায় মা ছেলেসহ ৬জন আহত হয়েছেন। আহতরা হলেন, আবুবকরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত ফারুক হাওলাদারের স্ত্রী রোকেয়া বেগম (৫০) তার ছেলে মোঃ ইউসুফ(২৬),মোঃ শরিফ(২১),মোঃ হানিফ(২৫) মোঃ আরিফ(১৮)সহ মোঃ ইসমাইল (৩৫)পিতা মোঃ শহিদ। (৫মার্চ) বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে বলে যানা যায়। মৃত ফারুক হাওলাদারের ছেলে আহত হানিফ বলেন, কর্মের প্রয়োজনে আমরা পরিবারের সকলকে নিয়ে ঢাকা মিরপুর ১ এ থাকি। ঢাকায় থাকার সুবাদে আমাদের পৈত্রিক সম্পত্তি প্রায় ১৮শতাংশ জমি ও বসতঘর দির্ঘদিন ধরে খালি পড়ে থাকে এসুযোগে আমাদের চাচা হোসেন আলি হাওলাদার,খালেক হাওলাদার দখলের পায়তারা করতে থাকে। পরে আমরা খবর পেয়ে এলাকায় আসি এবং আবুবকরপুর ইউনিয়ন চেয়ারম্যান শিরাজুল ইসলামের কাছে অভযোগ করি। তিনি প্রতিপক্ষ হোসেন আলি গংদের শালিস মিমাংশার জন্য ডাকলে তারা বিভিন্ন ছলচাতুরি করে শালিশ বিচারে না এসে প্রায় এক বছর কাটিয়ে দেয়। স্থানিয় চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ আমাদের পৈত্রিক ভিটিতে ঘর উত্তলনের জন্য লিখিতভাবে অনুমতি দিলে আমরা আমাদের জমিতে ঘর নির্মানের জন্য গেলে আজ দুপুর ২টার সময় হোসেন আলি হাওলাদার, খালেক হাওলাদার,বাবুল, রহমান, আসিমসহ তাদের বাহিনি নিয়ে আমাদের উপর অতর্কিতভাবে দেশিও অশ্রসহ লাঠিসোটা দিয়ে হামলা করে। এসময় আমার ভাই ইউসুফের মাথা ফাটিয়ে দেয়। এছাড়াও আমার মা এবং আমার ভাইদেরকে এলোপাথারিভাবে মারধর করে মুখমণ্ডলসহ হাত পায়ে ফোলা জখম করে। পরে ঘটনাস্থল থেকে স্থানিয়রা আমাদের উদ্ধার করে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আমাদের ওই জমির আবুবকরপুর মৌজার এস,এ নং ১২৯ ও একই মৌজায় এস,এ নং ১৫২। এ বিষয়ে প্রতিপক্ষ মোঃ হোসেন আলি ও খালেক হাওলাদার বলেন, আমরা ওই জমি ফারুক হাওলাদার জিবিত থাকাকালিন তার কাছ থেকে খরিদ করেছি। জমি মালিকানার কোনো দলিল আছে কিনা জানতে চাইলে খালেক বলেন, আমাদের কাছে জমি খরিদের একটি স্ট্যাম্প আছে এছাড়া কোনোও দলিলাদি নেই। দুলারহাট থানার ওসি মোঃ ইকবাল জানান, এঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে আমরা তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নিচ্ছি।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।