গ্রামের খোকা থেকে বিশ্বনেতা

অনলাইন ডেস্ক,  আমাদের ভোলা.কম।

বেঁচে থাকলে তার বয়স হতো ১০০ বছর। আর শতবছর পরেও হয়তো বাঙালি বলবে দেশে একজন মানুষ জন্মেছিলেন, যাঁর দৃঢ়টা ছিল ইস্পাত কঠিন, মানুষটির বিশাল হৃদয় ছিল, মানুষকে ভালবাসতেন অন্ধের মতো। দিনের উজ্জ্বল সূর্যালোকের মতো করে মানুষটির সাহস চিকচিক করে জ্বলেছে। বলছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা। ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের অজপাড়াগাঁ টুঙ্গিপাড়ায় জন্ম নেয় এক শিশু। গ্রামের সেই কাদামাটি মেখে আর মধুমতি, বাইগার নদীতে সাঁতার কেটে বড় হতে থাকেন খোকা। অদম্য সাহস, দেশপ্রেম, মানুষের প্রতি ভালবাসা আর অসীম ত্যাগে কালক্রমে সেই খোকাই হয়ে ওঠেন বাংলার মহানায়ক, বিশ্বনন্দিত নেতা। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। হয়ে ওঠেন সাত কোটি মানুষের “মুজিব ভাই”। দীর্ঘ সময় ধরে স্বাধীনতার জন্য পুরো জাতিকে এক সুতোই গাঁথতে থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব। মুজিব নামের এক দেদীপ্যমান আলোক শিখার এ আলো ক্রমে ক্রমে পরাধীনতার নিকষ কালো অন্ধকার ভেদ করে জাতিকে মুক্তির পথ দেখাতে থাকেন। দীর্ঘ ২৩ বছরের সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আসে খোকা নামক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই বিশ্বের ভাষাভিত্তিক প্রথম স্বাধীন জাতি রাষ্ট্র, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতা আর শেখ মুজিবুর রহমান শব্দ দুইটা একটা আরেকটার পরিপূরক। রাজনীতির মঞ্চে ছিলেন সৎ, অকুতোভয়, বিপ্লবী, আর সবার প্রাণের মুজিব ভাই। সেই মহান নেতার জন্মদিনটি পরম শ্রদ্ধায় এবার মুজিববর্ষ হিসেবে উদযাপন করছে বাঙালি। বাংলা ও বাঙালির জাতির কাছে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন হাজার বছরের শ্রেষ্ঠ এ বাঙালির অবদান থাকবে; পাশাপাশি তাঁর জন্মের তিথিও চিরজাগরূক থাকবে বাঙালির প্রাণের স্পন্দনে। স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজ নেই, কিন্তু সে সূর্যের প্রখরতা আগের চেয়েও বেড়েছে অনেকগুণ। তাঁর অবস্থান এখন মধ্যগগনে। সেই সূর্যের প্রখরতা নিয়েই বাঙালি জাতি আজ এগিয়ে চলেছে সামনের দিকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথেই হাঁটছে বাংলাদেশ। বঙ্গবন্ধু চিরঞ্জীব, চির অমলিন। প্রজন্মের পর প্রজন্ম দেশের জন্য তাঁর সুমহান আত্মত্যাগের ইতিহাস পড়ে নতুন শপথে বলীয়ান হবে, দেশকে ভালবাসবে, স্বাধীনতাবিরোধীদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে একাট্টা হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে ব্রতী হবে সেই প্রত্যাশা শততম জন্মদিনে। জন্মশত দিনে শত কোটি শ্রদ্ধা ও ভালোবাসা হে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সূত্র-newsnow24.com

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।