সবার জন্য হাত ধোয়া উন্মুক্ত করল ভোলা জেলা পুলিশ
বিশেষ প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
“পরিস্কার থাকি-পরিস্কার রাখি , করোনা ভাইরাস থেকে মুক্ত থাকি” এ স্লোগনকে সামনে রেখে ভোলার সকল থানা ও পুলিশ লাইনে আগত সকলের জন্য হাত ধোয়ার ব্যাবস্থা করল ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার। শনিবার ভোলা জেলা পুলিশ লাইনে এ হাত দোয়া র্কাযক্রম চালু করেন তিনি।
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মো: কায়সার বলেন চলমান করোনা ভাইরাস পরিস্থিতিতে প্রত্যেক ব্যক্তির জন্য স্বাস্থ্য সচেতনতা খুবই জরুরী। সকলকে স্বাস্থ্যসচেতন করার লক্ষ্যে এবং করোনা ভাইরাস প্রতিরোধের নিমিত্তে ভোলা জেলা পুলিশ লাইন্স সহ ভোলা জেলার সকল থানার প্রবেশমুখে সাবান /হ্যান্ডওয়াশ দিয়ে হাত মুখ পরিষ্কার করে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। আগত প্রত্যেক ব্যক্তি অবশ্যই থানায়/ পুলিশ লাইন্সে প্রবেশের পূর্বে হাত-মুখ সাবান দিয়ে ভালভাবে ধুয়ে জীবাণুমুক্ত করতে হবে।সকল কে এ নিয়ম মেনে চলার আহবান জানাই