শ্রমজীবি মানুষের জন্য এনজিও কোস্ট ট্রাস্টের দুই লাখ টাকার চেক হস্তান্তর
ভ্রাম্যমান প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলায় করোনা ভাইরাস এর কারনে যে সকল শ্রমজীবি ,অসহায় মানুষরা রয়েছেন তাদের জন্য রবিবার (২৯ মার্চ২০২০) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ জিয়াউল হক মীরের হাতে দুই লাখ টাকার চেক সংস্থার পক্ষ থেকে প্রদান করেন । সংস্থার নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী উপজেলার শ্রমজীবি মানুষদের সাহায্যার্থে এই অর্থ সহায়তা প্রদান করেন ।উক্ত চেক প্রদানের সময় উপস্থিতছিলেন, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধূরী ও কোস্ট ট্রাস্টের এনজিওর আ্ঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারি আশেকুল ইসলাম।
এ সময় ইউএনও বলেন, বে-সরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট দেশের এ সময়ে শ্রমজীবি মানুষের পাশে দাড়ানোর জন্য অনুদান দিয়ে যে মহৎ পরিচয় দিয়েছে তা কুতুবদিয়ার মানুসের মাঝে স্বরনীয় হয়ে থাকবে। আমি আন্তরিক ধন্যবাদ জানাই কোস্ট ট্রাস্ট এনজিওকে । তিনি কুতুবদিয়া দ্বীপে কর্মরত অন্যান্য এনজিওরা যেন তাদের মতো শ্রমজীবি মানুষের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাড়ায় । দ্বীপের বিত্তবান লোকেরা যেন কোস্ট ট্রাষ্ট এনজিওর মতো শ্রমজীবি মানুষের পাশে আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন।