শাহজালালে দুই নারী কেবিন ক্রু’র আন্ডারওয়্যারে মিলল ৩৬ স্বর্নের বার
অনলাইন ডেস্ক, আমাদের ভোলা.কম।
সৌদি এয়ারলাইন্সের দুই নারী কেবিন ক্রুর কাছ থেকে ৩৬ পিস স্বর্নের বার জব্দ করা হয়েছে। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আমর্ড পুলিশের সহায়তায় কাস্টম কর্তৃপক্ষ এ বারগুলো জব্দ করে। ওই দুই নারী কেবিন ক্রুরা হলেন, সায়মা আক্তার ও ফারজানা আফরোজ। এরা দু’জনেই বাংলাদেশী।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, সৌদি আরব থেকে আসা সৌদি ফ্লাইট এসভি 802 এর দুই নারী কেবিন ক্রু সায়মা ও ফারজানা স্বর্ন পাচার করবে।
এমন তথ্যের ভিত্তিতে রাত ২টার দিকে ওই ফ্লাইট শাহজালালে অবতরণের পর কাস্টম কর্তৃপক্ষের সহায়তা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বর্ণ থাকার কথা স্বীকার করে। কেবিন ক্রু সায়মার আন্ডারওয়্যারের ভেতর থেকে ২৬ পিস এবং ফারজানা আফরোজের আন্ডারওয়্যারের ভেতর থেকে ১০ পিস মোট ৩৬ পিস স্বর্নের বার জব্দ করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
সূত্র – নতুন সময়)