লালমোহনে স্বেচ্ছাসেবকলীগ নেতার হাতের কব্জি কর্তন
লালমোহন প্রতিনিধি, আমাদের ভোলা।
ভোলার লালমোহনে মো. জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবকের ডান হাতের কব্জি কেটে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার বিকালে উপজেলার চরভূতা ইউনিয়নের কুয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা জসিমকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমল্পেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ভোলা থেকে জসিমকে ঢাকায় রের্ফাড করা হয়। তিনি চরভূতা ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের ১নং যুগ্ম আহবায়ক।
স্থানীয়রা জানান , চরভূতা ইউনিয়নের মাদ্রাসা বাজারের নুরু রু নামে এক ব্যক্তি মোবাইলে জসিমকে দেখা করতে বলে। জসিম নূরুর কথা মত মাদ্রাসা বাজারে যায়। এসময় দু’জনে কথা বলতে বলতে একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। নূরুর সাথে থাকা কয়েকজন সন্ত্রাসী এক পর্যায়ে জসিমকে দৌড়ে নিয়ে একটি ফসলী জমির মধ্যে ফেলে। সেখানে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে ডান হাতের কব্জি কেটে শরীর থেকে আলাদা করে ফেলে ।
এ ব্যাপারে লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে।