লালমোহনে মৃত গরুর মাংস বিক্রির দায়ে ১ জনের কারাদন্ড

সাইফুদ্দিন ছোটন , আমাদের ভোলা.কম।
ভোলার লালমোহনে মৃত গরু জবাই করে কসাইয়ের কাছে বিক্রি করার দায়ে বজলু নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি।
বৃহস্পতিবার সকালে অভিযুক্ত ওই ব্যক্তিকে নির্বাহী কর্মকর্তার কাছে হাজির করা হলে এ কারাদন্ড প্রদান করেন ইউএনও। দন্ডপ্রাপ্ত বজলু উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নের রায়পুরাকান্দি এলাকার সর্দার বাড়ির মোখলেছুর রহমানের ছেলে।
জানা যায়, ভোরে মরা গরু জবাই করে লালমোহন পৌর শহরের এক কসাইয়ের কাছে ৪০ কেজি মাংস বিক্রি করে বজলু। যার বিনিময়ে তাকে ৫ হাজার টাকা দেয় ওই কসাই।
খবর পেয়ে সকাল ৭ টায় তার বাড়ি থেকে স্থানীয়রা তাকে আটক করে। আটকের পর থানায় খবর দিলে পুলিশ এসে তাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি’র কাছে হাজির করে। পরে ইউএনও ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন।