লালমোহনে খাদ্য সামগ্রী নিয়ে বেঁদে পল্লীতে অতিরিক্ত পুলিশ সুপার

ডেস্ক রির্পোট, আমাদের ভোলা.কম।

ভোলার লালমোহনে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন বেঁদে-পল্লীর বাসিন্দাদের মাঝে ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান।

সোমবার দুপুরে লালমোহন পৌর শহরের কলেজপাড়ায় বসবাসরত অর্ধশতাধিক বেঁদে পরিবারের মাঝে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান বলেন, বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ।

তিনি বলেন, লালমোহনে বেঁদে পরিবার রয়েছে র্ধশতাধিকের মতো। তারা বর্তমানে কর্মহীন হয়ে নিজ গৃহে অবস্থান করছেন। তাদের একটু হলেও দুর্ভোগ লাঘবে ১০ কেজি চাল, ২ কেজি আলু, ১ লিটার সয়াবিন তৈল, ১ কেজি মসুরির ডাল ও ২টি করে সাবান বিতরণ করেছি। আশা করছি এতে করে এ বেঁদে পরিবারগুলোকে কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না। আমি মনে করি এই মহামারীর সময়ে সব বিত্তবান সমাজের অসহায় মানুষের পাশে এসে দাঁড়ানো উচিত।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।