মোঃ আঃ কুদদূস এর “খেয়ালের ভুলে”

শুধু খেয়ালের ভুলে,
তুমি গিয়েছিলে চলে।
হারিয়েছি আমি তারে,
শত ভালোবাসি যারে।

হৃদয় হতে হৃদয়ে
অন্তর হতে অন্তরে,
অনুভব করে যাই
নিরব ও নিরন্তরে।

শুধু খেয়ালের ভুলে
ছাপোষার বুক চিরে,
ভ্রান্তি তব ভেঙ্গে গেলে
তুমি আসবেই ফিরে।

যাওয়ার আগে শুধু
একবার দেখো চেয়ে,
যে গেছে আগেরবার
খুশী হয়েছে কী পেয়ে?

শুধু খেয়ালের ভুলে
ভালোবাসা রাখো তুলে,
যদিও এ হতভাগার
নয়ন কান্নায় ফুলে।

আঁধারের নির্জন
কোঠায় নিরব নিথর,
যা কিছু হেরি হেথায়
শুধু কাঁপে থরথর।

২৬ জানুয়ারি ২০১৯

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।