মুজিববর্ষ উপলক্ষে ভোলায় বিভাগীয় কাবাডি প্রতিযোগীতার ফাইনাল অনুষ্ঠিত
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা.কম ।
ভোলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ঊদযাপন উপলক্ষে বরিশাল বিভাগীয় (জোন) পর্যায়ে কাবাডি প্রতিযোগীতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ বুধবার বিকেলে ভোলা বাংলা স্কুল মাঠে কাবাডির নারী ও পুরুষের ফাইনালে মুখোমুখি হয় ভোলা বনাম বরিশাল। নারী ও পুরুষের উভয় ফাইনালে চ্যাম্পিয়ান বরিশাল জেলা ও রানারআপ হয় ভোলা জেলা। খেলা শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন বরিশাল বিভাগীয় ডিআইজি মো: শফিকুল ইসলাম।
ভোলা জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক এর সভাপত্বিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলু । পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন, ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার, জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক মো: শফিকুল ইসলাম, ভোলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন প্রমুখ।
উল্লেখ্য ১০ র্মাচ বরিশাল বিভাগের ৬টি জেলা নিয়ে এ কাবাডি প্রতিযোগীতা শুরু হয়েছিল