মুক্ত বাংলা আন্তর্জাতিক ফাউন্ডেশন মরক্কো,জার্মান ও ওমান শাখার কমিটি গঠন।
এম রহমান রুবেল।।
মুক্ত বাংলা আন্তর্জাতিক ফাউন্ডেশন মরক্কো,জার্মান ও ওমান শাখার কমিটি গঠন করা হয়েছে।
আগামি দু’বছরের জন্য মুক্ত বাংলা আন্তর্জাতিক ফাউন্ডেশনের মরক্কো, জার্মান ও ওমান শাখার কমিটি সংগঠনের চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদারের জারি করার মাধ্যমে এক প্রজ্ঞাপনে এই কমটি ঘোষণা করা হয়েছে।
মরক্কো শাখার সভাপতি হিলাল মারহৌন হিলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ এল হাফিদ ও সহ-সভাপতি সিদি সাদ জার্মান শাখার সভাপতি মো: আওল খান ও সাধারণ সম্পাদক মোঃ সাখওয়াত হোসেন হাওলাদার ও ওমান শাখার সভাপতি মোঃ রহিম হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা মিয়া দুজনকে মনোনীত করে কমিটি ঘোষনা করেন সংগঠনটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার।
পরে সংগঠনটির চেয়ারম্যান আবুল কালাম আজাদ হাওলাদার সদ্য নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তাকে অভিনন্দন এবং তাদের সকলকে শুভকামনা জানিয়ে তাদের দায়িত্ব পালনে সক্রিয় থাকার আহ্বান জানান।