মহান স্বাধীনতা দিবসে ভোলায় জেলা বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা ।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ ই মার্চ দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলা জেলা বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আমিনুল ইসলাম খান এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,সভায় বক্তব্য রাখেন জেলা,বিএনপির যুগ্ম আহ্বায়ক হূমায়ন কবির সোপান,, যুগ্ন আহ্বায়ক এনামুল হক, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, জেলা শ্রমিক দলের সভাপতি সহিদুল আলম মানিক, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ তানভীর হোসেন তালুকদার,জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, জেলা জিয়া পরিষদ সভাপতি নূর নবী তালুকদার,সাধারণ সম্পাদক আকবর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসির আলম  রবিন চৌধুরী, সিনিয়র যুগ্ম আহবায়ক ইয়াকুব শাহ জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বিশেষভাবে স্মরণ করা হয় বিএনপির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানকে। বক্তারা বলেন ২৬ মার্চ কেবল একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক। এই দিন আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে।
১৯৭১ সালের ২৬ মার্চ ছিল পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালির প্রতিবাদের চূড়ান্ত প্রকাশ এবং জাতীয় চেতনার জাগরণ।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।