মনপুরায় সড়ক দুর্ঘটনায় ৪ জন গুরুত্বর আহত
জাফর ইকবাল, আমাদের ভোলা.কম।
ভোলার মনপুরায় ভাড়ায় চালিত হোন্ডা দুর্ঘটনায় ড্রাইভার, যাত্রী, পথচারীসহ ৪ জন গুরুত্বর আহত হয়। এদের মধ্যে গুরুত্বর আহত একজনকে মনপুরা হাসপাতালে ভর্তি করা হয়। অপর একজনের অবস্থা বেগতিক দেখে ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রোববার সকাল সাড়ে ১১ টায় উপজেলার হাজির হাট ইউনিয়নের দাসেরহাট এলাকায় ডিসি রোডে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা হোন্ডা ড্রাইভার মোঃ রাকিব (২০), যাত্রী জয়নাল (৩০), যাত্রী মৌলভী আবদুল মতিন (৯০) ও হাজিরহাট ইউনিয়নের দাসেরহাট গ্রামের বাসিন্দা পথচারী আলউদ্দিন মাঝি (৭০)। এদের মধ্যে যাত্রী মৌলভী আবদুল মতিনকে হাসপাতালে ভর্তি করা হয়। অপরদিকে পথচারী আলাউদ্দিন মাঝিকে মুমূর্ষু অবস্থায় ভোলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে মনপুরা সদর হাসপাতালের আবাসিক ডাক্তার সুব্রত কর্মকার জানান, হোন্ডা দুর্ঘটনায় একজনকে হাসাপতালে ভর্তি করা হয়। এজনের অবস্থা আশংকাজনক হওয়ায় ভোলা হাসপাতালে প্রেরণ করা হয়। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।