ভ্রাম্যমান আদালতের অভিযানে ভোলায় ২১ জনকে জরিমানা

বিশেষ প্রতিনিধি , আমাদের ভোলা.কম।
করোনা ভাইরাসের সংক্রমন এড়াতে বেঁধে দেয়া সামাজিক দূরত্বের শর্ত ভঙ্গ করার অপরাধে ভোলায় ২১ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের। আজ শুক্রবার দুপুর থেকে বিকেল পর্যন্ত শহর ও এর আশাপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, ভোলা শহরের কাঁচা বাজার, সদর রোড, কালিনাথ রায়ের বাজার, ব্যাংকের হাট, পরানগঞ্জসহ সদর উপজেলার ঘুইংগারহাট থেকে বাংলা বাজার পর্যন্ত বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের ৪টি দল অভিযান চালায়। এসময় মাক্স ছাড়া বাস্তায় বের হওয়া, যানবাহনে একাধিক যাত্রী বহন করা, একত্রে বসে চা খাওয়া, আড্ডা দেয়াসহ করোনা ভাইরাস সংক্রমন এড়াতে বেঁধে দেয়া সামাজিক দূরত্বের শর্ত ভঙ্গ করার অপরাধে ২১ জনকে পাঁচ হাজার সাত’শ টাকা জরিমানা করা হয়।
এসব অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম, রদিওয়ানুল ইসলাম, মো: নাদিম হোসেন শামিম, মোহাম্মদ শামিম মিঞা, জিমরান মোহাম্মদ সায়েক, আকিব ওসমান, সালেহ আহাম্মেদ ও পিয়াস চন্দ্র দাস।
এসময় মাইকের মাধ্যমে সকলকে সামাজিক দুরুত্ব বাজায় রাখার পাশাপাশি প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে যেতে নিষেধ করা হয়।