ভোলা সরকারি কলেজে মুজিববর্ষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুকে জানি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভোলা সরকারি কলেজে একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২ মার্চ সোমবার ভোলা সরকারি কলেজ হলরুমে কুইজ প্রতিযোগিতা কমিটির আহবায়ক শাফায়াত হোসেন সিয়াম এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া। বিশেষ অতিথি ছিলেন ভোলা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক জামাল হোসেন, ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মো. মাহাবুব আলম সহ কলেজের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কুইজ প্রতিযোগিতা কমিটির সদস্য শফিউল বশার রাতুল।
কুইজ প্রতিযোগিতায় ভোলা সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ভোলা সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর গোলাম জাকারিয়া।
কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করে বিজয়ী হন সম্মান ৩য় বর্ষ, বাংলা বিভাগের শিক্ষার্থী মোঃ আল-আমিন, ২য় স্থান অর্জন করে বিজয়ী হন একাদশ শ্রেনীর মানবিক বিভাগের শিক্ষার্থী নুজহাত নাদিয়া, ৩য় স্থান অর্জন করে বিজয়ী হন একাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ফৌজিয়া আফরিন ইলোরা।