ভোলায় ৫ প্রবাসীসহ ৮ জন হোম কোয়ারেন্টিনে
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা.কম।
ভোলায় করোনাভাইরাসে আক্রান্ত কোন ব্যাক্তি না থাকলেও ঝুঁকিতে থাকা নতুন আরও ৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এরা সকলেই চরফ্যাশন উপজেলার বাসিন্দা।
মঙ্গলবার (১৭ই মার্চ) ভোলার স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গত ৪ দিনে ভোলায় ৮ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হলো।
ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী জানান, মঙ্গলবার সকালে জ্বর, সর্দি ও কাশি নিয়ে কাতার ফেরত এক প্রবাসীসহ ওই পরিবারের ৪ সদস্য চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসলে তাদেরকে হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়।
এসময় তিনি আরও জানান, বিদেশ থেকে আসা ৫ জন এবং তাদের সংস্পর্শে আসা ৩ জনকে স্বাস্থ্য বিভাগ হোম কোয়ারেন্টিনে রাখার পাশাপাশি তাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানান তিনি।
হোম কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের মধ্যে ৩ জন ভোলা সদর, ১ জন দৌলতখান ও ৪ জন চরফ্যাশন উপজেলার।
সিভিল সার্জন আরও জানান, করোনা মোকাবেলায় সদর হাসপাতালে ২০ শয্যার আলাদা আইসোলেশন ইউনিট খেলা হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলা গুলোতেও একইভাবে আইসোলেশন ইউনিট খোলা হয়েছে। জেলার ৭ উপজেলায় ৯টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। যেখান থেকে করোনাভাইরাস সংক্রান্ত সকল তথ্য আদান-প্রদান করা হবে।