ভোলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান অধ্যক্ষ মাকছুদুর রহমান

কাজী মহিবুল্লাহ আজাদ , আমাদের ভোলা.কম।
ভোলা জেলায় কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন নাজিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ মাকসুদুর রহমান। ভোলা সদর থানায় শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়ে গত ২৪ মার্চ জেলা পর্যায়ে অংশগ্রহণ করে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে নির্বাচিত হন তিনি।
মোঃ মাকসুদুর রহমান ২০১১ সনের ২১ মার্চ থেকে দক্ষতা ও নিষ্ঠার সাথে নাজিউর রহমান কলেজের অধ্যরে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজে এ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ১৯৮৭ সালের ৫ জুলাই প্রভাষক হিসেবে নাজিউর রহমান কলেজে যোগদান করেন। সম্প্রতি তিনি অনার্স কলেজের অধ্যক্ষ হিসেবে মালয়েশিয়ার নেটিংহাম বিশ্ববিদ্যালয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহন করেন। দীর্ঘদিন যাবৎ তিনি পেশাজীবী সংগঠন বাকশিস এর জেলা ও কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করছেন। তার সকল কর্মকান্ডের ওপর বিবেচনা করে তাকে বিচারকরা শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করেন।