ভোলায় মাস্ক না পরায় ৩১ জনকে জরিমানা

ইয়াছিনুল ঈমন, সম্পাদক আমাদের ভোলা ।
ভোলায় মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক দল এ জরিমানা আদায় করে।
জেলা প্রশাসক কার্যালয় সূত্র জানায়, করোনার প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্যবিধি মানাতে বুধবার প্রশাসনের পক্ষ থেকে মাঠে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ানুল ইসলাম ও ইউসুফ হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি দল ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার, সদর রোড, চকবাজার, বাংলা স্কুল ও যুগীরঘোল এলাকায় অভিযান চালায়। এ সময় মাস্ক ব্যবহার না করায় ৩১ জনকে ৭ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়।