ভোলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

মোঃ আরিয়ান আরিফ,  আমাদের ভোলা.কম

‘‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’’ এ শ্লো-গানের ভোলায় নানা আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালন উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের নতুন বাজার, বাংলাস্কুল মোড়, সদর রোড হয়ে একই স্থানে গিয়ে শেষ হয়।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সভাপতিত্বে পরে জেলা প্রশসনের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন,ভোলা পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন, অতিরিক্ত পুলিশ  সুপার মীর শাফিন মাহমুদ ,  জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ শফিকুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবির, ভোলা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ শফিকুল ইসলাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রী বৃন্দ। এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে শহরের বাংলা স্কুলে চিত্রাংকন, বক্তৃতা, গল্প বলা, রচনা প্রতিযোগিতা, নাটক, কবিতা আবৃত্তি, দেশাত্মবোধক গান, বঙ্গবন্ধুর জীবন ও মাহান মুক্তিযোদ্ধভিত্তিক পুস্তক প্রদর্শনী, ডকুমেন্টারি প্রদর্শনী, আলোচনা সভা, সকল মসজিদের ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মিলাদ মাহ্ফিল, দোয়া, বিশেষ প্রার্থনা ও গজনবী স্টেডিয়ামে ভলিবল, হ্যান্ডবল প্রতিযোগিতা, পুরস্কার বিতরনীসহ দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ভোলা জেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোরদের সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।