ভোলায় পুনাকের মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু

ইয়াছিনুল ঈমন, আমাদের ভোলা । 

ভোলায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর উদ্যোগে মাসব্যাপী শিল্প পণ্য মেলা শুরু হয়েছে।

বুধবার ১২ মার্চ সকালে ভেলা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন পুনাক ভোলা এর সভানেত্রী রোখসানা সুলতানা। 

এসময় উপস্থিত ছিলেন পুনাকের সহ-সভানেত্রী সেতু হালদার, সাধারণ সম্পাদক মিশু রহমান প্রমুখ। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, এই মেলা থেকে আরও বড় ধরনের শিল্প উদ্যোক্তা বেরিয়ে আসবে। যারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে। ভোলা যাতে শিল্প উন্নত জেলা হতে পারে সেজন্য সবাইকে কাজ করতে হবে। এই মেলাতে যে সমস্ত পণ্য বিক্রি হবে তা দেশীয় তৈরি। দেশীয় পণ্য ব্যবহার করুন তাহলে দেশ উপকৃত হবে। দেশের টাকা দেশেই থাকবে।

বিগত দিনে পুনাকের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বক্তারা বলেন, পুনাক একটি নারীবান্ধব সংগঠন। যারা সমাজে নারীদের প্রতিষ্ঠিত করতে কাজ করছে।

উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন পুনাকের সভানেত্রী সহ অতিথিরা। মাসব্যাপী মেলায় দেশীয় পণ্যে চারু, কারু, পোশাক ও খাদ্য সামগ্রীর ৮০ টি স্টল রয়েছে। প্রতিদিন সকাল থেকে রাত ১০টা পর্যন্ত মেলার স্টল খোলা থাকবে।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

এপ্রিল ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।