ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় গুরুতর আহত ১
ভোলা প্রতিনিধি ।
ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের দক্ষিণ রতনপুর এলাকার ৯ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলায় একজন গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। আহত ব্যক্তি দক্ষিণ রতনপুর গ্রামের মিস্ত্রি বাড়ির মৃত নুরুল হকের ছেলে মনির। আহত মনির বর্তমানে ভোলা সদর হাসপাতালে সার্জারি ওয়ার্ডে ভর্তি রয়েছেন ।
আহত মনির অভিযোগ করে বলেন আমাদের একই বাড়ির সিদ্দিকুর রহমান, ইব্রাহিম ও তারা মিয়ার সাথে দীর্ঘদিন ধরে আমার পৈতৃক সম্পত্তি নিয়ে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ইব্রাহিম গংরা দীর্ঘদিন ধরে আমার ওয়ারিশ কৃত সম্পত্তি জোরপূর্বক দখল করিয়া ভোগ দখল করিতেছে । সম্প্রতি জমিসংক্রান্ত বিরোধের কারণে ইব্রাহিম গঙ্গরা সবসময়ই আমার ও আমার পরিবারের ক্ষতিসাধন করার চেষ্টা করিতেছিল। এসব বিষয় নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ কয়েকবার সালিশ করলেও ইব্রাহিম গংরা শালীসদারদের কথা শুনতো না। সালিশের ব্যক্তিগণ ইব্রাহিম গংদের আমাদের দখলকৃত জমি ছাড়িয়া দেওয়ার কথা বললেও তারা জমি আমাদের কাছে হস্তাান্তর করে নাই । গত ২৪ তারিখ সকাল ৭:৩০ এর দিকে আমি হানিফ মেম্বারের বাড়ির দরজার ছাত্তারের চায়ের দোকানে নাস্তা করতে গেলে ইব্রাহিম, সিদ্দিকুর ও তারা মিয়ার সাথে দেখা হয়। তখন আমি ইব্রাহিম কে আমাদের দখলকৃত সম্পত্তি হস্তান্তরের কথা বললে ইব্রাহিমের সাথে আমার তর্ক বিতর্ক হয়। তর্কবির্তকের এক পর্যায়ে ইব্রাহিম আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে, তখন আমি ইব্রাহিম কে গালিগালাজ করতে নিষেধ করলে ইব্রাহিম আমাকে বেধড়ক কিল-ঘুষি দিতে থাকে। এতে আমার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত নীল ফুলা জখম হয়। আমার চিৎকার শুনে ইব্রাহিমের পিতা সিদ্দিক ও তার ভাই তারা মিয়া ঘটনাস্থলে এসে তারাও আমাকে বেধড়ক মারতে থাকে। হঠাৎ করে ইব্রাহিম রাস্তার পাশে থাকা একটা লাঠি নিয়ে আমার মাথায় আঘাত করলে সাথে সাথে আমার মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। এবং তারা মিয়া ছুরি দিয়ে আমার মাথায় কোপ দেয়। আমার আত্মচিৎকারে এলাকাবাসী জ্বর হলে ইব্রাহিমরা সরে পরে। তখন এলাকাবাসী আমাকে দ্রুত ভোলা সদর হাসপাতালে নিয়ে আসে।
আমার ভাই বাদি হয়ে এ বিষয়ে ভোলা সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত ইব্রাহিমের সাথে কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।
ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ এনায়েত হোসেন বলেন আমি অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো।