ভোলায় করোনা প্রতিরোধে পুলিশ সুপারের প্রচারনা
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা.কম ।
ভোলায় করোনা ভাইরাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে লিফলেট বিলি করা হয়েছে। রবিার দুপুরে ভোলা শহরের চকবাজার, নতুন বাজার ও সদর রোড সহ বিভিন্ন পয়েন্ট ও শপিংমলে লিফলেট বিতরন করেন ভোলা পুলিশ সুপার সরকার মো: কায়সার।
ভোলা পুলিশ সুপার সরকার মো: কায়সার জানান করোনা ভাইরাসের খবরে আতংকিত না হয়ে মানুষ যেন সচেতন হয় সেলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিলি ও প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া মানুষ যেন কাজের বাইরে এক জায়গায় জমায়েত না হয়, সে ব্যাপারে তাদের বোঝানো হচ্ছে। এছাড়া আমাদের প্রচারপত্রে করোনা ভাইরাস যেভাবে ছড়ায়, ভাইরাসের লক্ষণ, প্রতিরোধের উপায় ও হাতধোয়াসহ নানা বিষয় উল্লেখ রয়েছে এবং ভোলা জেলা পুলিশ লাইন্স সহ ভোলা জেলার সকল থানার প্রবেশমুখে সাবান /হ্যান্ডওয়াশ দিয়ে হাত মুখ পরিষ্কার করে জীবাণুমুক্ত করার ব্যবস্থা করা হয়েছে।
লিফলেট বিতরনকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মীর মো: শাফিন মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহসিন আল ফারুক সহ জেলা পুলিশে কর্মরতরা উপস্থিত ছিলেন।