ভোলায় ওয়ালটনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
ইয়াছিনুল ইমন, আমাদের ভোলা .কম ।
করোনা পরিস্থিতিতে কর্মহীন অসহায় অবস্থায় থাকা নিম্ন আয়ের মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে দেশের ইলেক্ট্রনিক্স জায়ান্ট কোম্পানি ওয়ালটন গ্রুপ।
মঙলবার ভোলা শহরের সদর রোডে ওয়ালটন প্লাজা ভোলার উদ্যোগে বিপুল সংখ্যক নিম্ন আয়ের মানুষের মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ভোলা ওয়ালটন প্লাজার ব্যবস্থাপক আব্দুস সালাম খান জানান, চলমান পরিস্থিতিতে কর্মহীন অবস্থায় রয়েছে বিপুল সংখ্যক দিনমজুর, শ্রমিকসহ বিভিন্ন পেশার নিম্ন আয়ের মানুষ। এই কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে ওয়ালটন। ভোলা ওয়ালটন প্লাজার উদ্যোগে বিপুল সংখ্যক অসহায় মানুষের হাতে চাল, ডাল, তেল, লবন, আলুসহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ালটনের খাবার পেয়ে সাধারণ মানুষ হাসি মুখে বাড়ি ফিরে যেতে দেখা গেছে।