ভোলায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল
কাজি মহিবুল্লাহ আযাদ, আমাদের ভোলা .কম॥
ভোলা উপজেলায় উৎসবমুখর পরিবেশে আওয়ামীলীগ ও জাতীয় পার্টির মনোনিত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়পত্র দাখিলের শেষ দিন ভারপ্রাপ্ত রির্টানিং কর্মকর্তা সহ স্ব স্ব উপজেলা নির্বাচনী কর্মকর্তাদের নিকট তাদের মনোনয়পত্র দাখিল করেন।
৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনের জন্য ভোলার ৬ টি উপজেলার চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সর্বমোট- ৩৩ জন মনোনয়নপত্র জমা দেন।
ভোলা সদর উপজেলায় আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন বর্তমান উপজেলা চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন,ভাইস চেয়ারম্যান পদে মো: ইউনুছ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেতারা বেগম মনোনয়পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুল মমিন টুলু,পৌর মেয়র মো: ও যুবলীগের সভাপতি মনিরুজ্জামান, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক জহিরুল ইসলাম নকীব,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম,মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা অধ্যক্ষ শাফিয়া খাতুন সহ আরো অনেকে। এছাড়াও জাতীয় পার্টি থেকে বেলাল খান চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন।
লালমোহন উপজেলা:-
এদিকে লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন ৩ জন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমদ,সতন্ত্র প্রার্থী মো: আকতার হোসেন,জাতীয় পার্টির মাহাবুব এলাহী,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ফখরুল আলম, আবুল হোসেন রিমন,জাতীয় পার্টির জাহাঙ্গির আলম, মহিলা ভাইস চেয়ারম্যান পদে -শিখা আফরোজ,মাসুমা খানম,জাতীয় পার্টি থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন হাছিনা আক্তার।
চরফ্যাশন উপজেলা:-
আওয়ামীলীগ থেকে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র জমা দেন- মনিরুজ্জামান শাহিন,ভাইস চেয়ারম্যান মো: সাদেক মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা ফারুক রিমা।
তজুমদ্দিন উপজেলা:-
তজুমদ্দিন উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দেন বর্তমান চেয়ারম্যান মোঃ ফজলুল হক দেওয়ান,সাবেক চেয়ারম্যান মো: মোশারেফ হোসেন দুলাল,পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মহিউদ্দিন পোদ্দার, জিয়াউর রহমান,আরিফুর রহমান,মামুন আহমেদ,মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছনা বেগম।
মনপুরা উজেলা:-
মনপুরা উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান সেলিনা আকতার চৌধুরী মনোনয়ন ফরম দাখিল করনে। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে- আব্দুর রহমান,রফিকুল ইসলাম, মো: হেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে -পারভীন আকতার রেবু।
দৌলতখান উপজেলা:- দৌলতখান উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মনজুর আলম খান মনোনয়ন পত্র দাখিল করনে। ভাইস চেয়ারম্যান পদে- মোশারেফ হোসেন,ওয়াদুদ হোসেন, ছিদ্দিকুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান-আইনুন নাহার রেনু।
এরআগে আ’লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থ্যতা কামনা করে দেয়া ও মিলাদ মাহফিল করেন আওয়ামীলীগের প্রার্থীরা।
এ সময় দলীয় অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দলীয় মনোনয়নে এ বছর কোন পদেই পরিবর্তন না থাকায় সাবেক প্রার্থীগন দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশগ্রহন করছেন।
৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনের জন্য ভোলা জেলার ভোলা সদর, দৌলতখান , লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৪ মার্চ, বাছাই ৬ মার্চ। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ মার্চ।