ভোলার বাংলাবাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো প্রশাসন
রোমানুল ইসলাম সোয়োব, দৌলতখান প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
দীর্ঘদিন ধরে ভোলা বাংলাবাজার এর পার্শ্ববর্তী ভোলা চরফ্যাশন সড়কের গফুর সিকদার মসজিদ পর্যন্ত রাস্তার উভয় পাশে সরকারী জাগায় অবৈধ ভাবে দখলের মাধ্যমে গড়ে উঠেছে ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠান।
বুধবার ১২টায় এই দখলদারদের হাত থেকে অবৈধ ভাবে দখল করা সরকারি সম্পত্তি উদ্ধার করেছে এডিসি রেভিনিউ মোঃ সেলিম রেজা।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ, সহকারী কমিশনার ভূমি কাউসার হোসেন, দৌলতখান থানার অফিসার ইনচার্জ এনায়েত হোসেন প্রমুখ।
অভিযানে অবৈধ ভাবে গড়ে উঠা প্রায় শতাধিক স্হাপনা ভেঙ্গে ফেলা হয়।এডিসি রেভিনিউ মোঃ সেলিম রেজাকে নিজ হাতে হেমার নিয়ে অবৈধ স্হাপনা গুড়িয়ে দিতে দেখা যায়।
এ ছাড়া বাংলা বাজারের ছোট বড় টেকচার (অস্হায়ী দোকান) গুলোও ভেঙ্গে পেলা হয়
এ সময় এ অভিযানকে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।