ভোলায় রিজার্ভ ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু
কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা.কম।
ভোলার তজুমদ্দিন উপজেলায় নির্মাণাধীন একটি স্কুলভবনের পানির রিজার্ভ ট্যাংকির কাজ করতে গিয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলার চাঁচড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। তজুমদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল নিহতদের লাশ উদ্ধার করে।
নিহতরা হলেন ওই ইউনিয়নের মো. আলাউদ্দিন (৪৮), একই উপজেলার সোনাপুর ইউনিয়নের রাকিব (২৩) এবং শামিম (৩০)।
পুলিশ জানায়, রবিবার উপজেলার চাঁচড়া ইউনিয়নের দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের নিচে পানির রিজার্ভ ট্যাংকির কাজ চলছিল। এ সময় আলাউদ্দিন নামে এক শ্রমিক ট্যাংকির সেন্টারিং খুলতে ভেতরে যায়। ফিরে না আসায় অন্য দুই শ্রমিক রাকিব ও শামিম ট্যাংকের ভেতরে গিয়ে আর ফিসে আসেনি। পরে স্থানীয়দের দেয়া খবরে তজুমদ্দিন ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কিজন্য তাদের মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না।
তজুমদ্দিন উপজেলা নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।