ভোলায় চালু হলো ২৪ ঘন্টার ঔষধের দোকান

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা।
রোগবালাই কিংবা অসুখ-বিসুখ যেমন বলে কয়ে আসে না তেমনি ঘড়ির সময় ধরেও আসে না। যে কোনো সময় যে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে। রাত-দিন যে কোনো সময় প্রয়োজন দেখা দিতে পারে জরুরি ওষুধ কিংবা আনুষঙ্গিক স্বাস্থ্যসেবা উপকরণের। তার ওপর এখন মহামারি করোনা এবং ডেঙ্গুর সময়। ঘরে ঘরে বাড়ছে রোগীর সংখ্যা। প্রয়োজন হচ্ছে ইমারজেন্সি ওষুধপত্র। কিন্তু সমস্যা হচ্ছে অন্যান্য দোকানের মতো ওষুধের দোকান বা ফার্মেসিও সাধারণত রাতে বন্ধ থাকে। তাই রাতে জরুরি ওষুধের প্রয়োজন পড়লে দুশ্চিন্তায় পড়ে যান অনেকে। তবে ভোলা শহরের সদর রোডে এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায়
রোগিদের ২৪ ঘন্টা ঔষধের সেবা দেয়ার জন্য চালু হলো ” দেশ ফার্মা ” ফার্মেসি। দেশ ফার্মার স্বত্বাধিকারী তৌফিক হোসেন অনিক বলেন দ্বীপ জেলা ভোলা একটি বিচ্ছিন্ন দ্বীপ। এখানে কোন ২৪ ঘন্টা ওষুধ বিক্রয়ের দোকান চালু নেই । গভীর রাতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়া রোগীদের ওষুধের প্রয়োজন পড়লে তখন সমস্যা দেখা দেয়। এ বিষয়ে চিন্তা করি আমি ২৪ ঘন্টা ওষুধের দোকান খোলা রাখার ব্যবস্থা করেছি। আমার দোকানে দেশী বিদেশী ঔষধ খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করা হয়। ডিগ্রিধারী ফার্মাসিস্ট ধারা আমার দোকানে ঔষধ বিক্রয় করা হয়।
২৪ ঘন্টা ফার্মেসি খোলা রাখার সংবাদে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিভিন্ন গ্রাহকরা ।