ভোলায় অবৈধ ৫টি ইটভাটা ধ্বংস করলো প্রশাসন

কাজী মহিবুল্লাহ আজাদ, আমাদের ভোলা .কম।
ভোলায় পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানো লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার অভিযানের দ্বিতীয় দিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত চরফ্যাশন উপজেলার চর কলমি ইউনিয়নের রিফাত ব্রিকস, মাওয়া ব্রিকস ও আঞ্জুর হাট বকশি এলাকার ফরাজি ব্রিকস নামের ৩টি ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়। অভিযানের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান।
এর আগে একই অভিযোগে সোমবার রাত্রি ব্রিক্স ও আকন ব্রিক্স নামে আরো দুটি ইট ভাটা ধ্বংস করে ভ্রম্যমান আদালত।
অভিযানে ইটভাটা গুলোর ড্রাম চিমনীসহ কাঁচা ইট ও ইট তৈরীর সরঞ্জামাদি ধ্বংস করার পাশাপাশি এগুলোর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। এ সময় র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ আবদুল মালেক মিয়া জানান, পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসকের ইট পোড়ানোর লাইসেন্স না থাকার পাশাপাশি কাঠ পুড়িয়ে ড্রাম চিমনী ব্যবহার করে অবৈধ ভাবে ইট তৈরি করায় ইটভাটা গুলো ধ্বংস করা হয়েছে। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি