ভোলায় শহীদ পুলিশের স্মরণে পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালন

ইয়াছিনুল ঈমন, সম্পাদক, আমাদের ভোলা ।
কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে ভোলায় পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। মঙ্গলবার ( ১লা মার্চ) সকালে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাঠে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন, শহীদদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
জেলা পুলিশের আয়োজনে প্রথমে পুলিশ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধা জানান ভোলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম । পরে বিভিন্ন বিভাগের প্রধানগন,  জেলার সকল থানা পুলিশ সদস্য ও  শহীদ পুলিশ পরিবারের সদস্যরা শহীদ পুলিশদের প্রতি শ্রদ্ধা জানান।
স্মরণ সভায় প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রত্যেক পুলিশ সদস্য নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়ে সবসময় দেশের জন্য কাজ করে যাচ্ছে। আর এই কর্তব্য পালন করতে গিয়ে যে সকল পুলিশ সদস্য মৃত্যু বরণ করেছেন তাদের আত্মত্যাগ কখনই ভোলার নয়।
এসময় জেলার বিভিন্ন সরকারি বেসরকারি দফতরের দায়িত্বরত কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তা সহ শহীদ পুলিশ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে শহীদ পুলিশ পরিবারের মাঝে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

সর্বমোট ভিজিটর

counter
এই সাইটের কোন লেখা অনুমতি ছাড়া কপি করা আইনত দণ্ডনীয় অপরাধ!
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।