বোরহানউদ্দিনে ২শ’ পিচ ইয়াবাসহ আটক-১
![](https://amaderbhola.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বোরহানউদ্দিন প্রতিনিধি, আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ১নং ওয়ার্ড লক্ষণ বেপারীর পানের বরজ থেকে মো: রাছেল (২০) কে ২০০ পিচ ইয়াবাসহ আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। সুত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৪.৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে এস,আই হেমায়েত ও এস,আই অশুক বরবণ এর নেতিৃত্বে মো: রাসেল কে ২শ’ পিচ ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক কৃত রাছেল (২০) দেউলা ছোট পাতা ০১নং ওয়ার্ডের বাসিন্দা দেলোয়ারের ছেলে। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ ওসি অসীম কুমার সিকদার ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।