বোরহানউদ্দিনে ভ্রাম্যমান আদালতে ৪ জেলের দন্ড
এইচ. এম. এরশাদ,বোরহানউদ্দিন প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৎস অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে রবিবার মেঘনা নদীতে এক যৌথ অভিযান চালিয়ে ৪ জেলেকে আটক করেন। আটককৃত জেলেরা হলেন আলাউদ্দিন,শাহজাদা,নুরুদ্দিন ও জামাল। দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো:আ:কুদদূস ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদেরকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা সবাই বোরহানউদ্দিন উপজেলার বাসিন্দা।
উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো:এ,এফ,এম নাজমুস সালেহীন জানান,ছোট মাছ সংরক্ষণের জন্য সরকার মার্চ-এপ্রিল এ ২মাস ভোলার মৎস অভয়াশ্রমের মেঘনা ও তেতুলিয়া নদীর ১৯০ কি:মি এলাকার সকল প্রকার মাছ ধরা,বিক্রয়,পরিবহণ ও মজুদ নিষিদ্ধ ঘোষনা করেন। এ নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা মেঘনা নদীতে মাছ শিকার করায় এক যৌথ অভিযানে আলাউদ্দিন(৫১),শাহজাদা(৩৫),নুরুদ্দিন(৪১) ও জামাল(৩৩) কে আটক করা হয়েছে।
বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আ: কুদদূস ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে আলাউদ্দিন ও শাহজাদা কে ১বছর এবং নুরুউদ্দিন ও জামাল কে ১মাস করে কারাদন্ড দেন।