বোরহানউদ্দিনে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ
নীল রতন ,বিশেষ প্রতিনিধি: আমাদের ভোলা.কম।
ভোলার বোরহানউদ্দিনে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ছাত্রীদের মাঝে এক শত স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) মো. বশির গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ওই ড্রেস তুলে দেন। পৌর মেয়র মো. রফিকুল ইসলামের ব্যক্তিগত অর্থায়নে ওই ড্রেস দেয়া হয় বলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম জানান। তিনি আরো জানান, গত নয় বছর ধরে পৌর মেয়র ধারাবাহিকভাবে দরিদ্র ছাত্রীদের স্কুল ড্রেস দিয়ে আসছেন।
স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহে আলম বাচ্চু মিয়াজীর সভাপতিত্বে ড্রেস বিতরণ অনুষ্ঠানে বক্তৃতা করেন,পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, ইউএনও মো. বশির গাজী, স্কুলের সাবেক প্রধান শিক্ষক আ,ন,ম আবদুল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগম, সহকারী শিক্ষক মো. ছবিরউদ্দিন প্রমুখ।